টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে আদালত বর্জন

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে আদালত বর্জন

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে অনিয়ম-দুর্নতির অভিযোগে যুগ্ম-জেলা জজ(চতুর্থ) আদালত বুধবার বর্জন করেছেন আইনজীবীরা। বুধবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।আদালত সূত্রে জানাগেছে, টাঙ্গাইলের যুগ্ম-জেলা জজ(চতুর্থ) আদালতের বিচারক এসএম বদরুল ইসলাম বুধবার সকাল ১১টায় এজলাসে বসা মাত্র জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবু তালেব মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন আইনজীবী এজলাস কক্ষ ত্যাগ করেন। 

এ সময় অন্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিবলী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও অতিরিক্ত পিপি মো. নুরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। 

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, টাঙ্গাইলের যুগ্ম-জেলা জজ(চতুর্থ) আদালতের বিচারক এসএম বদরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল আইনজীবীদের। 

এ বিষয়ে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির পক্ষ থেকে বিজ্ঞ জেলা জজকে মৌখিকভাবে জানানো হলেও কোন প্রতিকার হয়নি। বাধ্য হয়ে আইনজীবীরা তাঁর(বিচারক এসএম বদরুল ইসলামের) আদালত বর্জন করেন।