দুই ‘ডাকিনি’র শিরশ্ছেদ করল আইএস

দুই ‘ডাকিনি’র শিরশ্ছেদ করল আইএস

এবার দুই নারীর শিরশ্ছেদ করল ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার দেইর ইজর প্রদেশের মায়াদিন শহরে ডাকিনিবিদ্যা ও জাদুবিদ্যা চর্চার অভিযোগে এ দুই নারীকে তাদের স্বামীসহ শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আবদেল রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এই প্রথমবারের মতো নারীদের শিরশ্ছেদ করল আইএস। গত রোববার ও সোমবার ডাকিনিবিদ্যা ও জাদুবিদ্যা চর্চার অভিযোগে এ দুই নারীকে তাদের স্বামীসহ হত্যা করেছে তারা।

সিরিয়ায়, বিশেষ করে গ্রামাঞ্চলে তাবিজ-কবজ, জাদুটোনা ও অন্যান্য ধর্মীয় আচার অনুশীলন একটি স্বাভাবিক বিষয়। তবে এই জাদুবিদ্যা আইএসের মতবিরোধী।

আইএসের নৃশংসতার খবর প্রায়ই পাওয়া যায়। সমকামিতা, ব্যাভিচার, ধূমপান ও গুপ্তচরবৃত্তির জন্য অনেককে শিরশ্ছেদ ও পাথর ছুড়ে হত্যা করেছে। তবে প্রথমবারের মতো নারীদের শিরশ্ছেদ করল এই জঙ্গি সংগঠন।