বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে

বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে

বকেয়া বেতন-ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে।

শুক্রবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা, যা তারা শুরু করেন গতকাল বৃহস্পতিবার।

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে এ অবস্থান ধর্মঘট করছে আশুলিয়ার হাজীপাড়া নরসিংহপুর এলাকার এশিয়া ডিজাইন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা। এই কারখানাটি বিকেএমইএ'র সদস্য বলে জানান অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তিন মাস বেতন না পাওয়া শ্রমিকরা জানান, তারা গত এপ্রিল, মে ও জুন- এই তিন মাস ধরে বেতন পা্চ্ছেন না। তাদের পাওনা না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।