নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

ঈদ শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে ফেরি ক্যামেলিয়ায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনিসহ সদ্য দায়িত্বপ্রাপ্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি এসব কথা বলেন। এসময় নব নিযুক্ত মন্ত্রীরাও ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ঈদের আগের ব্যবস্থাপনা এখনো বহাল রয়েছে। ঈদের আগে যেমন যাত্রীরা হাসিমুখে বাড়ি গেছে, ঈদের পরেও তেমনি হাসিমুখে কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয়েছে। এজন্য পুলিশ বাহিনী, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ভূয়সী  প্রশংসা করে আরও বলেন, এবারের ঈদে কোনো অপরাধ কর্মকাণ্ড ঘটেনি। ছোট খাটো দু’একটি দুর্ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি।