জয়পুরহাটে তথ্য বাতায়ন ও ডিজিটাল অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে তথ্য বাতায়ন ও ডিজিটাল অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রযুক্তি ডেক্স : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা তথ্য বাতায়ন, ই-ফাইল ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অগ্রগতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জেলা তথ্য বাতায়ন, ই-ফাইল ও ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিন কুমার কুন্ডু। 

পরে ডিজিটাল সেন্টার বিষয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. আবুল হাসেম। কর্মশালায় পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের উপর আলোচনা করেন। জেলায় ৩৮টি ডিজিটাল সেন্টার রয়েছে যার মাধ্যমে সরকারের সকল ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। (বাসস)