বটতলা বাজারে অল্প বৃষ্টিতেই রাস্তায় বেহাল দশা! দূর্ভোগ ও ভোগান্তিতে সাধারণ ব্যবসায়ীরা।

বটতলা বাজারে অল্প বৃষ্টিতেই রাস্তায় বেহাল দশা! দূর্ভোগ ও ভোগান্তিতে সাধারণ ব্যবসায়ীরা।

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল দর্পণ ডট কম : টাঙ্গাইল শহরের অন্যতম একটি ব্যাস্ততম বাজার হচ্ছে বটতলা বাজার। বৃষ্টির সময় পানি জমে থাকে বাজারের রাস্তাজুড়ে। ফলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই চরম বিপাকের মধ্যে পড়েন। ক্রেতা-বিক্রেতার সময় অপচয় হয়। ব্যবসায়ীদের দাবি, অন্তত ১০ বছর ধরে বটতলা বাজারের রাস্তা ঠিক করা হয় না।

এ বিষয়ে বটতলা বাজারের ব্যবসায়ী উওম পাল বলেন, অল্প বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয় । আমাদের বেচা-বিক্রিও ভাল হয় না। আমরা তো ঠিক মতই নিয়মিত ভাবে খাজনা পরিশোধ করি, তবে কেন আমাদের রাস্তার কাজ হয় না। ক্রয়-বিক্রয়ের উপরই তো আমরা নির্ভরশীল। বৃষ্টির দিনে বটতলা বাজারের ব্যবসায় মোটেই জমে না। এতে করে আমাদের খুবই ক্ষতি হয়।