মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার

মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার

ক্রাইম নিউজ ডেক্স : রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামে ডাকাতির সময় গৃহকর্তা হত্যাকাণ্ডে জড়িত আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গাজীপুর থেকে  গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে রংপুরে নিয়ে আসা হয় তাদের। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর মাহিগঞ্জ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান,  কাশিপুর গ্রামের ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে গাজীপুর থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে রংপুর নগরীর মাহিগঞ্জের আধুনিক গহনা ঘর নামে একটি জুয়েলারি দোকান থেকে ডাকাতির সময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার পীরগাছা উপজেলার রেজওয়ান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রফিক ও ময়মনসিংহ জেলার আল-আমিন।

এদের মধ্যে রেজওয়ান আগেও একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলো।

উল্লেখ্য, গত ২০ মে রাতে মিঠাপুকুর উপজেলার কাশিপুর আগাটারি গ্রামে আজিজুল ইসলামের  বাড়িতে ১৫/২০ জনের মুখোশ পরা ডাকাতদল হানা দিয়ে গৃহকর্তা আজিজুল ইসলামের হাত-পা বেঁধে বাড়ির অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি  স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের নির্যাতনে মারা যান আজিজুল ইসলাম।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হলে পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে ।