খালেদার আবেদন প্রত্যাখ্যান মোদির!

খালেদার আবেদন প্রত্যাখ্যান মোদির!

রাজনীতি ডেক্স, টাঙ্গাইল দর্পন ডট কম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দিল্লি থেকে একটি দায়িত্বশীল সূত্র এ কথা জানিয়েছে।

৬ ও ৭ জুন ঢাকা সফরকালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেই আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

সূত্র জানায়, সাউথ ব্লকে বিএনপির পক্ষ থেকে দেনদরবার কম হয়নি মোদি-খালেদা বৈঠকটি যাতে করা যায়। কিন্তু শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে সম্ভব নয়।

ব্যস্ত শিডিউলের কথা বলা হলেও, এই সুযোগ খালেদা জিয়া না পাওয়ার পেছনে কাজ করছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপার্সনের তার সঙ্গে দেখা করতে না যাওয়া ও হরতাল ডাকার ঘটনাটি।

সূত্র জানায়, ভেতরের খবর হচ্ছে, ভারত সরকার ওই ঘটনার জেরেই খালেদার আবেদন বাতিল করে দিয়েছে।