কোবানেতে আইএসের হাতে নিহত ১৪৬

কোবানেতে আইএসের হাতে নিহত ১৪৬

আন্তর্জাতিক ডেস্ক :  তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর কোবানেতে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ পর্যন্ত শহরটিতে ১৪৬ জন বেসামরিক লোক হত্যার খবর পাওয়া গেছে।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আইএসের এ হত্যাযজ্ঞের খবর শনিবার (২৬ জুন) জানিয়েছে গালফ নিউজ।

বৃহস্পতিবার কোবানে শহরে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে আইএস। এরপর কুর্দি যোদ্ধাদের উর্দি পরে শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএস জঙ্গিরা।

কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গিরা কোবানেতে বিভিন্ন স্থান ও স্থাপনায় অবস্থান নেয়।