বুরুন্ডিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭০

বুরুন্ডিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : বুরুন্ডিতে কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭০ জন নিহত এবং কয়েক’শ ব্যক্তি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। বলে দেশটির একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিলে প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা পরপর তৃতীয় মেয়াদে আগামি পাঁচ বছরের জন্য বুরুন্ডির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এর প্রতিবাদে বিরোধী দল রাস্তায় নেমে এলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বুরুন্ডির প্রভাবশালী মানবাধিকার সংগঠন ‘এপ্রোদেহ’র প্রধান পিয়েরে ক্লেভার মোনিম্পা জানিয়েছেন, ‘বুলেট এবং গ্রেনেড হামলায় ৭০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ এবং সেনার পাশাপাশি বেসামরিক লোকজনও রয়েছে।’

সহিংসতায় আহত প্রায় ৫০০ ব্যক্তির মধ্যে ৫০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে মোনিম্পা জানিয়েছেন। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী গত এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি বিক্ষোভকারীকে কারাদণ্ড দিয়েছে।

তবে এ ব্যাপারে পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি।