গঙ্গা সাফাই: পাঁচ রাজ্যেকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গ

গঙ্গা সাফাই: পাঁচ রাজ্যেকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গ

ওপার-বাংলা ডেক্স : উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিসগড়কে পিছনে ফেলে দিল পশ্চিমবঙ্গ। গঙ্গা পরিচ্ছন্নতার নিরিখে এই পাঁচ রাজ্যকেই পিছনে ফেলল রাজ্য। মূলত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিসগড় এবং রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, সেগুলিকে নিয়েই তৈরি হয়েছিল ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি। গঙ্গা নদী ও তার পাড়ের পরিচ্ছন্নতা নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনে একটি বৈঠক করে এই অথরিটি। সেই বৈঠকে পরিচ্ছন্নতার নিরিখে পশ্চিমবঙ্গকে সেরার তকমা দেওয়া হয়।

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল মোট ৩০টি প্রকল্প। প্রকল্পের মূল্য মোট ১,৩৫০ কোটি টাকা। এর মধ্যে রাজ্য সরকার ২৪টি প্রকল্প শেষ করে ফেলেছে ইতিমধ্যেই। পরিচ্ছন্নতার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ড। এদিকে, স্বচ্ছ গঙ্গা প্রকল্পের কোনও কাজই এখনও চালু করতে পারেনি বিহার ও ঝাড়খণ্ড।

সূত্র : দেশেবিদেশে।