কুয়াশা ও কড়া রোদে নাজেহাল রাজ্যবাসী

কুয়াশা ও কড়া রোদে নাজেহাল রাজ্যবাসী

ওপার-বাংলা ডেক্স : ভোরে কুয়াশা৷ বেলা বাড়তেই কড়া রোদের তাপ৷ আর্দ্রতাও চরমে৷ ফলে ঘামে-গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর৷একদিকে যখন মহানগর জুড়ে এমন পরিস্থিতি, তখন অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার উত্তর ও দক্ষিণবঙ্গও৷ যদিও উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তাতে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে৷ যার জেরে বায়ুপ্রবাহের অভিমুখ সম্পূর্ণ বদলে গিয়ে মৃদু দখিনা বাতাস বইতে শুরু করেছে৷ এই দখিনা বাতাসই সমুদ্র থেকে বয়ে আনছে বিপুল জলীয় বাষ্প৷ যা হু হু করে বাড়িয়ে দিচ্ছে আর্দ্রতার পরিমাণ৷ অনেক জায়গাতেই সকালের দিকে দেখা যাচ্ছে উত্তরে হাওয়ার দাপট৷ কিন্তু উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস এবং সমুদ্র থেকে আসা জলীয় বাষ্প মিশে তৈরি হচ্ছে জলীয় কণা৷ যার প্রভাবে ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ পড়ছে৷ দখিনা বাতাসের হাত ধরে শহর ও শহরতলি জুড়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যদিও এখনই কালবৈশাখীর পরিস্থিটি তৈরি হয়নি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ কালবৈশাখীর জন্য দিনের তাপমাত্রা আরও বাড়া প্রয়োজন।

সূত্র : দেশেবিদেশে।