দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক দুর্ঘটনায় নরসিংদীর সাইফুলের মৃত্যু
রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক দুর্ঘটনায় নরসিংদীর সাইফুলের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের রাস্টানবার্গে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা।
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের রাস্টানবার্গে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা।
শুক্রবার রাস্টানবার্গের সানসিটি এলাকায় বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর সাইফুলের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি পরিবার।
জানা যায়, শহরের দোকানে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সাইফুল।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এইচ মোহাম্মদ (মোশাররফ) জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-আফ্রিকায় বিমান যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় মুসলিম কবরস্থানে শনিবার সাইফুলকে দাফন করার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/183837/দক্ষিণ-আফ্রিকায়-মর্মান্তিক-দুর্ঘটনায়-নরসিংদীর-সাইফুলের-মৃত্যু