অবসরপ্রাপ্ত কনস্টেবলকে বাড়িতে পৌঁছে দিলেন এসপি

অবসরপ্রাপ্ত কনস্টেবলকে বাড়িতে পৌঁছে দিলেন এসপি

অবসরপ্রাপ্ত কনস্টেবলকে বাড়িতে পৌঁছে দিলেন এসপি

মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ ৩৯ বছর চাকুরিজীবন শেষে সে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি

ফুলসজ্জিত গাড়ীতে করে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলকে তার গ্রামের বাড়িতে পৌছে দিয়েছেন পুলিশ সুপার (এসপি)। এমনই এক ঘটনা ঘটেছে ফরিদপুরে। আকবর আলী নামে সেই পুলিশ কনস্টেবলকে বাড়িতে পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান-বিপিএম (সেবা)।

মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ ৩৯ বছর চাকুরিজীবন শেষে সে অবসর গ্রহণ করেন।

এর আগে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (এসপি) আলিমুজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, পুলিশের রিজার্ভ পরিদর্শক কামরুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এসময় অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট তার জন্য মঙ্গল কামনা করা হয়। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183419/অবসরপ্রাপ্ত-কনস্টেবলকে-বাড়িতে-পৌঁছে-দিলেন-এসপি