পান্থপথে ৩৪ অসহায় তরুণ তরুণীর বিয়ে
পান্থপথে ৩৪ অসহায় তরুণ তরুণীর বিয়ে
জার্নাল ডেস্কবিয়ে সহায়তা প্রকল্পের আওতায় প্রতি বছরের মতো এবারও ৩৪ অসহায় তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন করিয়েছে ঢাকার ভোলা জেলা সমিতি।
শনিবার রাজধানীর পান্থপথে একটি কমিউনিটি সেন্টারে তরুণ-তরুণীদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা যায়, ৩৪ অসহায় তরুণ-তরুণীদের বিয়ের পাশাপাশি সংসারের প্রয়োজনীয় সব জিনিস ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে ভোলা সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ভোলা সমিতি গরীব, অসহায় ও এতিমদের এ ধরনের বিয়ের ব্যবস্থা করি আমরা।
বর-কনেদের আশীর্বাদ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
উপস্থিত ছিলেন-ভোলা সমিতির সভাপতি মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল, বিয়ে সহায়তা প্রকল্পের সমন্বয়ক এবিএম মামুন অর রশিদ, সহ-সভাপতি প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক রসুল বেলাল, এসএম মনিরুজ্জামান লিটন, মিডিয়া কমিটির আহ্বায়ক এমদাদুল হাসান রাফেজ, সদস্য সচিব মোসলে উদ্দিন রিফাত, মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183838/পান্থপথে-৩৪-অসহায়-তরুণ-তরুণীর-বিয়ে