পান্থপথে ৩৪ অসহায় তরুণ তরুণীর বিয়ে

পান্থপথে ৩৪ অসহায় তরুণ তরুণীর বিয়ে

পান্থপথে ৩৪ অসহায় তরুণ তরুণীর বিয়ে

জার্নাল ডেস্ক

বিয়ে সহায়তা প্রকল্পের আওতায় প্রতি বছরের মতো এবারও ৩৪ অসহায় তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন করিয়েছে ঢাকার ভোলা জেলা সমিতি। 

শনিবার রাজধানীর পান্থপথে একটি কমিউনিটি সেন্টারে তরুণ-তরুণীদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা যায়, ৩৪ অসহায় তরুণ-তরুণীদের বিয়ের পাশাপাশি সংসারের প্রয়োজনীয় সব জিনিস ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে ভোলা সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ভোলা সমিতি গরীব, অসহায় ও এতিমদের এ ধরনের বিয়ের ব্যবস্থা করি আমরা।

বর-কনেদের আশীর্বাদ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।

উপস্থিত ছিলেন-ভোলা সমিতির সভাপতি মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল, বিয়ে সহায়তা প্রকল্পের সমন্বয়ক এবিএম মামুন অর রশিদ, সহ-সভাপতি প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক রসুল বেলাল, এসএম মনিরুজ্জামান লিটন, মিডিয়া কমিটির আহ্বায়ক এমদাদুল হাসান রাফেজ, সদস্য সচিব মোসলে উদ্দিন রিফাত, মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183838/পান্থপথে-৩৪-অসহায়-তরুণ-তরুণীর-বিয়ে