দিনাজপুরে শীতের আমেজ

দিনাজপুরে শীতের আমেজ

দিনাজপুরে শীতের আমেজ

দিনাজপুরে হঠাৎ করেই শীত চলে এসেছে। ঘন কুয়াশায় চারদিক ঢাকা পড়েছে।

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হঠাৎ করেই শীত চলে এসেছে। ঘন কুয়াশায় চারদিক ঢাকা পড়েছে। ভোরের দিকে ঘন কুয়াশার মাত্রা এত বেশি ছিল যে  একটু দূরের কিছু দেখা যাচ্ছিল না । 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর রাতে দিনাজপুরের তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে সকাল ৯টা পর্যন্ত ১৫ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়ে ছিল। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ।

সকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার সময় গরম কাপড় পড়ে যেতে হচ্ছে। শহরের বেশি ভাগ সড়কে ছোট ছোট যানগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করেছে। সকালে সূর্যের দেখা পাওয়া যায়নি। এছাড়াও শীতল হাওয়ার কারণে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়েছে। তবে ঘাসের ওপর ছড়িয়ে থাকা শিশির বিন্দু কনাগুলো  অপুরুপ শোভা ছড়িয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করবে। উত্তরের জেলাগুলোতে এখন শীতের আমেজ পাওয়া যাচ্ছে।  এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে। ঠাণ্ডার আরও বাড়তে পারে।

বাংলাদেশ জার্নাল/জেবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182740/দিনাজপুরে-শীতের-আমেজ