গণঅনশন ঘিরে কঠোর নিরাপত্তা
গণঅনশন ঘিরে কঠোর নিরাপত্তা
কর্মসূচি ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিজস্ব প্রতিবেদকবিএনপির গণঅনশন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আশেপাশের এলাকায়।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে শনিবার ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
সকাল ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবং সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, কর্মসূচি ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সার্বিক প্রস্তুতিও রয়েছে।
এছাড়া নয়াপল্টনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন দেখা গেছে।
বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/182143/গণঅনশন-ঘিরে-কঠোর-নিরাপত্তা