ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
গাজীপুরে কলোনিতে অগ্নিকাণ্ড: পুড়েছে দুই শতাধিক বসতঘর-দোকান

গাজীপুরে কলোনিতে অগ্নিকাণ্ড: পুড়েছে দুই শতাধিক বসতঘর-দোকান

গাজীপুরে কলোনিতে অগ্নিকাণ্ড: পুড়েছে দুই শতাধিক বসতঘর-দোকান

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে তাতে স্থানীয় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী কলোনি (ভাড়া বাড়ি) ও দোকান নির্মাণ করেন। সেখানে ২০০ কক্ষ ও ২০টি দোকান ঘর রয়েছে। 

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই কলোনির মো. আলামিনের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর দুইটি ইউনিট রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কলোনীর ঘরে থাকা ফ্রিজ ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।   এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত নিরূপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180830/গাজীপুরে-কলোনিতে-অগ্নিকাণ্ড-পুড়েছে-দুই-শতাধিক-বসতঘর-দোকান