জাপানে রেললাইনে হামলা-অগ্নিসংযোগ, আহত অন্তত ১৭
জাপানে রেললাইনে হামলা-অগ্নিসংযোগ, আহত অন্তত ১৭
পাতাল রেললাইনে ছুরি নিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে...
আন্তর্জাতিক ডেস্কজাপানের রাজধানী টোকিওর একটি পাতাল রেললাইনে ছুরি নিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন মারাত্মক আহত হয়েছেন। খবর বিবিসি।
দেশটির স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে টোকিওর পশ্চিম দিকে শহরতলি স্টেশন কোকোরিওতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জোকারের পোশাক পড়া ছিলেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, সন্দেহভাজন সেই তরুণ বেগুনি ও সবুজ রঙা এক পোশাক পরিহিত ছিলেন।
এদিকে জাপানের ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শুরুতে ভেবেছিলাম সে হ্যালোউইন উপলক্ষে নানা কসরত দেখাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম সে একটি লম্বা ছোঁড়া হাতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। এরপর ট্রেনের চারপাশে কী যেন একটা তরল ছিটিয়ে দিল। তারপর সে আগুন ধরিয়ে দিল।’
অপরদিকে কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। জরুরি বার্তা দিয়ে ট্রেনটিকে থামানো হয়েছে। এরপর যাত্রীদের তাড়াহুড়ো করে জানালা ও জরুরি নির্গমনের দরজা বের হতে দেখা যায়। এসময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকেই হোঁচট খেয়ে পড়ে আহত হোন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/179868/জাপানে-রেললাইনে-হামলা-অগ্নিসংযোগ-আহত-অন্তত-১৭