রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কবির হোসেন নামের আরও একজনের মৃত্যু...
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কবির হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণে কবির হোসেনের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
গত শনিবার বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মোহাম্মদ শফিক নামের চতুর্থ ব্যক্তি। তার আগে, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় দগ্ধ তিন জনের।
এখন চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় দগ্ধ সবশেষ ব্যক্তি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181933/রাজধানীতে-সিলিন্ডার-বিস্ফোরণে-দগ্ধ-আরও-একজনের-মৃত্যু