জাহিদ জগৎ এর এগার ঈষ
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
জাহিদ জগৎ এর এগার ঈষ
শিল্প-সাহিত্য ডেস্ক(১)
শিশির জমেছে মনে
তুমি কোথায় হেটে যাও সংগোপনে?
(২)
মানুষে বিস্বাদ এলে, মানুষ আর কোথায় যায়?
(৩)
মৃত্যুর মত কেউ- যদি থাকতো পাশে
আমিও মরতে পারি তারে ভালোবেসে...
(৪)
যখন তোমার দিকে আসি, তখন-
নিজেকে রেখে আসি অন্য-কোন-খানে...
(৫)
যখন আমি হেরে যাই, তখন মন জিতে যায়- কিন্তু
মন হেরে গেলে আমি জিততে পারি না কেন?
(৬)
মানুষ তিতা হয়ে যাবে জানলে, কখনোই কচলাইতাম না...
(৭)
কথা ফুরায়ে গেছে, যেমন জীবন ফুরায়ে যায়।
(৮)
কেন? মানুষে কি মানুষ ডুবতে পারে? ডোবে তো তার আত্মমহিমায়। তাইলে মানুষ থাকে কোথায়?
(৯)
মানুষের কাছে মানুষ হেরেছে, কিন্তু মানুষের কাছে মানুষ জিততে পারেনি কখনো।
(১০)
কথা দিও না, কথা ভেঙে যায়। বরং বুকটা দাও, যা কখনোই জোড় বাধে না।
(১১)
ভুলতে বসেছি যখন- কেন ডাকো আর
আমি হলাম পৃথিবীর একমাত্র ভার...
বাংলাদেশ জার্নাল/এসকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/literature-and-culture/181560/জাহিদ-জগৎ-এর-এগার-ঈষ