গম গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার আসামি গ্রেপ্তার
গম গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার আসামি গ্রেপ্তার
প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যার ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার...।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর শ্যামলীতে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য শ্যামলীর বোনের বাসা থেকে বেরিয়েছিলেন। এ সময় হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে এএসপি আ ন ম ইমরান খান বলেন, আগামীকাল এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
আরও পড়ুন- প্রকাশ্যে গম গবেষণার সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন এফজেড/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181562/গম-গবেষণা-ইনস্টিটিউটের-বৈজ্ঞানিক-কর্মকর্তাকে-হত্যার-আসামি-গ্রেপ্তার