গম গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার আসামি গ্রেপ্তার

গম গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার আসামি গ্রেপ্তার

গম গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যার আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যার ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার...।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য শ্যামলীর বোনের বাসা থেকে বেরিয়েছিলেন। এ সময় হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে এএসপি আ ন ম ইমরান খান বলেন, আগামীকাল এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

আরও পড়ুন- প্রকাশ্যে গম গবেষণার সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন   এফজেড/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181562/গম-গবেষণা-ইনস্টিটিউটের-বৈজ্ঞানিক-কর্মকর্তাকে-হত্যার-আসামি-গ্রেপ্তার