ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

মঙ্গলবার দিনব্যাপী জেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২০টি কাতরা, ৪০টি ঢাল, ৫টি টেটা, ২২টি কালি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

অন্যদিকে, মঙ্গলবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউপি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০টি বল্লম, ৪টি রামদা, ৫টি ঢালসহ ৫টি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ অন্যান্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181820/ফরিদপুরে-বিপুল-পরিমাণ-দেশীয়-অস্ত্র-উদ্ধার