রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে আবু তৈয়ব নামে এক কৃষকের মৃত্যু...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে আবু তৈয়ব নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নারিশ্চা সাপলেজাপাড়ায় এ ঘটনা ঘটে।

পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. পারভেজ জানান, নিহত তৈয়বের বাড়ি সাপলেজাপাড়ায়। তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে তৈয়ব বাড়ি থেকে চায়ের দোকানে যাচ্ছিলেন। অন্ধকার রাস্তায় একটি হাতি দাঁড়িয়ে ছিল। তৈয়ব হাতিটির সামনে গিয়ে পড়লে হাতিটি তাকে শুঁড় দিয়ে আছাড় দেয়। এরপর পা দিয়ে পিষে চলে যায়।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, ওই এলাকায় লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে।

তিন বলেন, এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেয়া শুরু করেছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181447/রাঙ্গুনিয়ায়-হাতির-আক্রমণে-কৃষকের-মৃত্যু