ফরিদপুরের ১৭ ইউপিতে নৌকা ১০, স্বতন্ত্র ৭

ফরিদপুরের ১৭ ইউপিতে নৌকা ১০, স্বতন্ত্র ৭

ফরিদপুরের ১৭ ইউপিতে নৌকা ১০, স্বতন্ত্র ৭

ফরিদপুরের দু’টি উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের দু’টি উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার জেলার সালথা ও নগরকান্দা উপজেলার ১৭টি ইউনিয়নে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নে শহিদুল হাসান খান সোহাগ (নৌকা), রামকান্তপুর ইউনিয়নে ইশারত হোসেন (স্বতন্ত্র), ভাওয়াল ইউনিয়নে ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা), গট্টি ইউনিয়নে হাবিবুর রহমান লাবলু (নৌকা), মাঝারদিয়া ইউনিয়নে আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা), সোনাপুর ইউনিয়নে খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা), যদুনন্দী ইউনিয়নে মো. রফিক মোল্লা (স্বতন্ত্র) ও বল্লভদি ইউনিয়নে খন্দকার সাইফুর রহমান সাইন (স্বতন্ত্র)।

এদিকে নগরকান্দা উপজেলার নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা), পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (স্বতন্ত্র), কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা), কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা), লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (স্বতন্ত্র), তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (স্বতন্ত্র), রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মণ্ডল (স্বতন্ত্র), ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা), ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181206/ফরিদপুরের-১৭-ইউপিতে-নৌকা-১০-স্বতন্ত্র-৭