জলবায়ু পরিবর্তন সম্মেলন: বাংলাদেশের দুই তরুণ শীর্ষে
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
জলবায়ু পরিবর্তন সম্মেলন: বাংলাদেশের দুই তরুণ শীর্ষে
'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ (COP26)' জলবায়ু সমস্যা সমাধানে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের মধ্যে শীর্ষদের তালিকায় ছিল বাংলাদেশের দুজন তরুণ।
অন্যান্য
নিজস্ব প্রতিবেদক'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ (COP26)' জলবায়ু সমস্যা সমাধানে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের মধ্যে শীর্ষদের তালিকায় ছিল বাংলাদেশের দুজন তরুণ।
তারা হলেন- সাবিত ইবতিসাম আনান এবং ওমর বিন আরিফ। দুজনই ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
জানা যায়, বিশ্ব জলবায়ু ও ঝুঁকিপূর্ণ দেশগুলির প্রতি চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, তরুণদের উৎপাদনশীলতা, জলবায়ু বিজ্ঞানসহ নানা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে অলিম্পিয়াডের ফাইনালে জায়গা করে নিয়েছে এই দুই তরুণ।
জলবায়ু সমাধান সম্পর্কিত জ্ঞান প্রদর্শন করে সমগ্র প্রতিযোগিতায় কয়েক হাজার অংশগ্রহণকারীকে পেছনে ফেলে ১৬ তম স্থান অর্জন করেছে এই দুই স্কুলছাত্র।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/182728/জলবায়ু-পরিবর্তন-সম্মেলন-বাংলাদেশের-দুই-তরুণ-শীর্ষে