ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
পরিবহন মালিকদের সিদ্ধান্তের সাথে শাজাহান খানের একাত্মতা ঘোষণা

পরিবহন মালিকদের সিদ্ধান্তের সাথে শাজাহান খানের একাত্মতা ঘোষণা

পরিবহন মালিকদের সিদ্ধান্তের সাথে শাজাহান খানের একাত্মতা ঘোষণা

পরিবহন মালিকদের নেয়া সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের নেয়া সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেছেন  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। বৃহস্পতিবার বিকেলে তিনি এ কথা জানান।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে।  মালিক-শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভিন্ন টার্মিনাল ও স্ট্যান্ডের পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয় দীর্ঘ আট বছর ধরে পরিবহনের ভাড়া বাড়ানো হয়নি। এক লাফে ২৩ শতাংশ জ্বালানি তেলের দাম বাড়ায় মালিকদের পক্ষে পরিবহন চালানো কষ্টকর হয়ে যাবে।

পরিবহন খাতে মালিক-শ্রমিক সম্পর্ক সবসময়ই ঐক্যমত্যের ভিত্তিতে চলায় চলমান পরিস্থিতিতে মালিকদের সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকরাও একাত্ম থাকবে বলে জানিয়েছে।

অন্যদিকে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রেখেছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।

বাংলাদেশ জার্নাল/জেবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180369/পরিবহন-মালিকদের-সিদ্ধান্তের-সাথে-শাজাহান-খানের-একাত্মতা-ঘোষণা