জয়পুরহাটে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত কিশোরী পাঁচবিবি উপজেলার পশ্চিম বাজিতপুর এলাকারই বিশ্বনাথের মেয়ে জয়া রানী (১৫)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার  দিকে ওই কিশোরীর বাবা মা জোর করে বিয়ের জন্য চাপ দিচ্ছিল ওই কিশোরীকে । তখন সে বিয়ে ঠেকাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। 

এদিকে একই উপজেলার পুর্ব কড়িয়া গ্রামে ধান মাড়ানো মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে  ইমরান হোসেন (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

এই দুই ঘটনার বিষয় নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180831/জয়পুরহাটে-পৃথক-ঘটনায়-দুজনের-মৃত্যু