কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২২

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২২

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২২

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার জম্মু ও কাশ্মীরের সুধনটি জেলার দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার পূর্ব দিকে সুধনটি জেলার দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহত ও আহতদের উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/180229/কাশ্মীরে-বাস-দুর্ঘটনায়-নারী-শিশুসহ-নিহত-২২