আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের যথাযথ সেবা দিন

আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের যথাযথ সেবা দিন

আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের যথাযথ সেবা দিন

প্রবাসীদের যথাযথ সেবা প্রদান করুন। তাদের সুস্থতার জন্য আপনাদের প্রয়োজন।

জার্নাল ডেস্ক

বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রবাসীদের যথাযথ সেবা প্রদান করুন। তাদের সুস্থতার জন্য আপনাদের প্রয়োজন।

রোববার স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এগিয়ে যাওয়ার জন্য সম্মিলিত একটা প্রচেষ্টা দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।

সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কিভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কিভাবে হতে পারে, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।’

এসময় রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

“আমরা আবার জা‌তির পিতার সেই আদর্শ নি‌য়েই বাংলা‌দে‌শের মানু‌ষের সাম‌নে একটা উন্নত, সমৃদ্ধ জীবনের স্বপ্ন তা‌দের দেখা‌তে সক্ষম হ‌য়ে‌ছি। বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌বে। আর কখ‌নও বাংলা‌দেশ‌কে কেউ পেছ‌নে টান‌তে পার‌বে না।”

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আজীবন সংগ্রা‌মের কথা অনুষ্ঠা‌নে তু‌লে ধ‌রার পাশপা‌শি মু‌ক্তিযু‌দ্ধে প্রবাসী‌দের অবদা‌নের কথাও স্মরণ ক‌রেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠা‌নে পররাষ্ট্রমন্ত্রী এ‌ কে আব্দুল মো‌মেন, তথ‌্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকা‌রি শিল্প ও বি‌নি‌য়োগ বিষয়ক উপ‌দেষ্টা সালমান এফ রহমান, যুক্তরা‌জ্যে বাংলা‌দে‌শের হাইক‌‌মিশনার সাইদা মুনা তাসনীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশিদের আরও সহজে পরিসেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসি-র পাশে একটি নতুন ভবনে খোলা হয়েছে। সূত্র-বাসস

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180707/আন্তরিকতার-সঙ্গে-প্রবাসীদের-যথাযথ-সেবা-দিন