উইলস লিটলের নতুন অধ্যক্ষ নিযুক্ত
উইলস লিটলের নতুন অধ্যক্ষ নিযুক্ত
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করলে পদশুন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হল প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ার জন্য কলেজ শাখার এমপিও শিটের জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসারকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠতম শিক্ষক নির্বাচন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন পাঠান।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সকাল থেকে স্কুলে অবস্থান নিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান শিক্ষক-কর্মচারীর। পরে ৮টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেন।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182029/উইলস-লিটলের-নতুন-অধ্যক্ষ-নিযুক্ত