৫০টি গাছ লাগানোর শর্তে জামিন পেলেন গাছ কাটা মামলার আসামী

৫০টি গাছ লাগানোর শর্তে জামিন পেলেন গাছ কাটা মামলার আসামী

৫০টি গাছ লাগানোর শর্তে জামিন পেলেন গাছ কাটা মামলার আসামী

আইন-আদালত

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলার আসামি মো.সিদ্দিকুর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের শর্ত হিসেবে, বনের যেসব স্থান থেকে গাছ কেটেছেন সিদ্দিকুর সেসব স্থানে ৫০টি গাছ লাগাতে হবে তাকে।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী  অ্যাডভোকেট আব্দুল মোতালেব।

পরে আইনজীবী আব্দুল মোতালেব জানান, বনবিভাগের গাছ কাটার অভিযোগে গত ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো.সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত তাকে যেসব স্থান থেকে গাছ কেটেছেন সেসব স্থানে ৫০টি গাছ লাগানোর শর্তে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বলেন,বন বিভাগের গাছ কাটার এসব মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামি জামিন পেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/179548/৫০টি-গাছ-লাগানোর-শর্তে-জামিন-পেলেন-গাছ-কাটা-মামলার-আসামী