তিতুমীর কলেজে সশরীরে পাঠদান শুরু ২৪ অক্টোবর

তিতুমীর কলেজে সশরীরে পাঠদান শুরু ২৪ অক্টোবর

তিতুমীর কলেজে সশরীরে পাঠদান শুরু ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি মাসেই শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্বশরীরে পাঠদান কার্যক্রম। আগামী ২৪ অক্টোবর থেকে সরকারি তিতুমীর কলেজে সশরীরে ক্লাস শুরু হবে বলেও জানা যায়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর থেকে সশরীরে সকল বর্ষের শিক্ষার্থীদের শ্রেনিকক্ষে ক্লাস শুরু হবে। এবং প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিবে পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ ১৯ মাস যাবত সাত কলেজের শ্রেনীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/178772/তিতুমীর-কলেজে-সশরীরে-পাঠদান-শুরু-২৪-অক্টোবর