মৃত্যুতে শীর্ষে রাশিয়া, শনাক্তে যুক্তরাজ্য
মৃত্যুতে শীর্ষে রাশিয়া, শনাক্তে যুক্তরাজ্য
গত একদিনে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ৬৩ হাজার ৫০৪ জনে...
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কসারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া ৩ লাখের নিচে।
২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার। এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ২০০-র বেশি।
গত একদিনে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ৬৩ হাজার ৫০৪ জনে।
ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৫৫৩ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৯৪৬ জনে। এছাড়াও ভাইরাসটি শুরুর পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৪৯ লাখ ৬৩ হাজার জন।
রবিবারও করোনায় নতুন আক্রান্তে শীর্ষে যুক্তরাজ্য। মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে রাশিয়া। তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল-মেক্সিকো-ভারত-তুরস্ক-ইউক্রেন।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/179116/মৃত্যুতে-শীর্ষে-রাশিয়া-শনাক্তে-যুক্তরাজ্য