দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগুয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম ও হাসিব মেম্বারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176270/দৌলতপুরে-দুগ্রুপের-সংঘর্ষে-১৫-জন-আহত