মিথুনের বিদেশযাত্রা, বিবাহের অগ্রগতি তুলার
মিথুনের বিদেশযাত্রা, বিবাহের অগ্রগতি তুলার
রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে...
জার্নাল ডেস্কজ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে-
মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): মেষ রাশির জাতক/জাতিকার দিনটি বলবান থাকবে। শারীরিক ও মানসিক অবশাদ কাটিয়ে উঠতে পারবেন। আয় রোজগারের চেষ্টায় আজ সাফল্য লাভের যোগ। ব্যবসায়ীদের বকেয়া টাকা-পয়সা আদায় ও ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি শুভ ও মঙ্গলময়। মানসিকভাবে আজ চাঙ্গা থাকার দিন। কাজে কর্মে ও পারিবারিক ক্ষেত্রে সাফল্য পাবেন। সাঙ্গঠনিক ও রাজনৈতিক বিষয়ে আপনার সাফল্য লাভের যোগ।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক/জাতিকার আজ দূরের যাত্রার সুযোগ আসবে। বড় ছুটি পাওয়াতে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন দূরের কোনো দেশে। যেখানে মেঘ ও পাহাড় এক হয়ে যায়। প্রবাস থেকে কোনো আত্মীয়র দেশে আগমন হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কটের জাতক/জাতিকার সামাজিক সাঙ্গঠনিক কাজে সম্মানিত হওয়ার দিন। সংসারের বড় ভাই-বোনের সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িকভাবে আজ সফল হতে পারেন। পণ্য কেনাবেচায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক/জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় হবে। সামাজিক বা সাংগঠনিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন। আপনার রাগ ও জেদ বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক/জাতিকার বিদেশ সংক্রান্ত কোনো ভালো সংবাদ লাভ। আয় রোজগারের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষার্থে বা জীবীকার জন্য বিদেশ যাওয়ার দিন। সকল প্রতিকূলতা ও বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যেতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক/জাতিকার দিনটি বলবান। বিবাহের আলাপ আলোচনায় অগ্রগতির আশা। আয় রোজগারে ঝুঁকি বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের জটিলতা দেখা দিলেও তা দূর করতে পারবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক/জাতিকার দিনটি শারীরিক ও মানসিক অবসাদকে জয় করার। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবন সাথীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে আজ ছুটির আমেজ।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক/জাতিকার প্রেম ও ভালাবাসায় আজ সাফল্য লাভের আশা। অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের চেষ্টা সফল হবে। বিদেশ যাত্রার প্রয়োজন হতে পারে। কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক/জাতিকার দিনটি পারিবারিক ক্ষেত্রে সফলতার। সকালের দিকে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হতে পারে। সন্তানের বিবাহ শাদীর আলোচনায় অগ্রগতির আশা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। আত্মীয় বিরোধের অবশান আশা করতে পারেন। বিদেশ যাত্রার মনবাঞ্ছা পূরণ হতে পারে। মায়ের সাথে সাংসারিক বিষয় কোনো তর্কে না যাওয়াই উত্তম।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক/জাতিকার আজ যোগাযোগে চলতে থাকা বাধা কেটে যাবে। ছোট ভাই-বোনের বিবাহ শাদীর আয়োজন করতে পারেন। বৈদেশিক বাণিজ্যে প্রত্যাশিত কার্যাদেশ লাভে সফল হতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/horoscope/177870/মিথুনের-বিদেশযাত্রা-বিবাহের-অগ্রগতি-তুলার