কারওয়ান বাজারে ছুরিকাঘাতে যুবক নিহত
কারওয়ান বাজারে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন...
বাংলাদেশ
জার্নাল ডেস্করাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢামেকে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176865/কারওয়ান-বাজারে-ছুরিকাঘাতে-যুবক-নিহত