চট্টগ্রামে করোনার মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২
চট্টগ্রামে করোনার মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায়নি কেউ। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে...
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায়নি কেউ। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নগরের ৭২২ জন এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২১৪ জনের। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯৬১ জন এবং ২৮ হাজার ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮ জন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে- রাউজানে ২, হাটহাজারীতে ১, সীতাকুণ্ডে ৪ ও সন্দ্বীপে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179552/চট্টগ্রামে-করোনার-মৃত্যুহীন-দিনে-আক্রান্ত-১২