ভাসানচর থেকে ৩ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচর থেকে ৩ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচর থেকে ৩ রোহিঙ্গা দালাল আটক

তিন রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড করা।

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

তিন রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড করা। বুধবার (১৩ অক্টোবর) দপুরের দিকে হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে তাদের করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক তিন রোহিঙ্গা হলো, ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে তাহের মাঝি (৩৭) তার ছেলে রেদোয়ান (১৮) এবং একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২০)।  

এসপি মো.শহীদুল ইসলাম জানান, আটক দালালদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177854/ভাসানচর-থেকে-৩-রোহিঙ্গা-দালাল-আটক