রাজধানীতে রাতে বজ্রঝড়ের সম্ভাবনা

রাজধানীতে রাতে বজ্রঝড়ের সম্ভাবনা

রাজধানীতে রাতে বজ্রঝড়ের সম্ভাবনা

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে। রাতে ঢাকা ও তার আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রাতে বৃষ্টির পাশাপাশি রাজধানী ও তার আশপাশে হালকা থেকে মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে ঝড় খুব বেশি সময় থাকার সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু  জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ  ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় বরিশালের খেপুপাড়ায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এদিনের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ‍উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178081/রাজধানীতে-রাতে-বজ্রঝড়ের-সম্ভাবনা