গাজীপুরে দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক হতাহত

গাজীপুরে দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক হতাহত

গাজীপুরে দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক হতাহত

হাসপাতালে নেয়ার পথে আব্দুল আলীম (৩০) নামের একজন লোডার মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে...

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেড কারখানার চত্বরে মাল লোড-অনলোড করতে গিয়ে দুই ট্রাকের মাঝে পড়ে তিন শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকেও শ্রমিক অসন্তোষ চলছিল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের প্রকৃত নাম জানা যায়নি। 

জয়দেবপুর থানার এসআই চুন্নু শেখ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে এনার্জি প্যাক কারখানার ভেতরে একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। অপর একটি কভার্ডভ্যান ব্যাক গিয়ারে পেছনে নিতে গিয়ে ওই ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এসময় দুই ট্রাকের মাঝখানে পড়ে তিন শ্রমিক চাপা পড়ে এবং তারা গুরুতর আহত হন। 

শিল্পাঞ্চল পুলিশ গাজীপুর-২-এর (শ্রীপুর জোনের) এএসপি মো. রুহুল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল আলীম (৩০) নামের একজন লোডার মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম লিমা/সাথী ও মনোরঞ্জন বলে জানা গেলেও তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179315/গাজীপুরে-দুই-ট্রাকের-মাঝে-পড়ে-শ্রমিক-হতাহত