বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেল ৪টায় বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করবেন। কিন্তু কি বিষয়ে উনি কথা বলবেন তা আমি জানি না...

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।  

সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে বলেন, বিকেল ৪টায় বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করবেন। কিন্তু কি বিষয়ে উনি কথা বলবেন তা আমি জানি না।

তবে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় ৫৪দিন হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৯ জুন বাসায় ফিরেছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/179124/বিকেলে-জরুরি-সংবাদ-সম্মেলন-ডেকেছে-বিএনপি