মোংলায় নির্বাচনি সহিংসতায় বৃদ্ধা নিহত
মোংলায় নির্বাচনি সহিংসতায় বৃদ্ধা নিহত
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নে দুই পক্ষের সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু...
বাংলাদেশ
বাগেরহাট প্রতিনিধিইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নে দুই পক্ষের সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাই মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে চাঁদপাই মোড়ে ইউপি সদস্য প্রার্থী মতিয়ার রহমান মোড়ল এবং অপর প্রার্থী শফিকুল ইসলাম কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৭০ বছর বয়সী ফাতেমা বেগমসহ চারজন আহত হন।
আহতদের দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, ফাতেমার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মতিয়ার রহমান মোড়ল জানান, চাঁদপাই মোড়ে গেলে প্রতিপক্ষ প্রার্থী শফিকুলসহ লোকজন তার ওপর হামলা চালায়।
শফিকুলের দাবি, মতিয়ার মোড়ল লোকজনের মাঝে টাকা বিতরণের সময় তিনি বাধা দেন। এসময় তার ওপর মতিয়ার হামলা চালান।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। বৃদ্ধা কিভাবে মারা গেছেন এখনই বলা যাচ্ছে না।
রাত পোহালেই নির্বাচন। এ ঘটনায় যাতে আরও বড় রকমের সহিংসতা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174796/মোংলায়-নির্বাচনি-সহিংসতায়-বৃদ্ধা-নিহত