আমিরাতে পা পিছলে বাংলাদেশি যুবকের মৃত্যু
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
আমিরাতে পা পিছলে বাংলাদেশি যুবকের মৃত্যু
জার্নাল ডেস্কসংযুক্ত আরব আমিরাতে কর্মরত অবস্থায় পা পিছলে নিচে পড়ে নজরুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার আমিরাতের রাস-আল-খাইমায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পাঁচপীর জালাই গ্রামের মৃত ইয়াসিন আলীর সন্তান।
বর্তমানে তার লাশ দুবাইয়ের একটি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
সহকর্মীদের বরাতে জানা যায়, পাইপ ফিটিং (টেকনিক্যাল কাজ) কাজে থাকা অবস্থায় ওপর থেকে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশি নজরুল ইসলাম।
স্বামীর লাশ নিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছেন নজরুল ইসলামের স্ত্রী।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/173640/আমিরাতে-পা-পিছলে-বাংলাদেশি-যুবকের-মৃত্যু