বেড়েই চলেছে হিটওয়েভ, স্ট্রোকের ঝুঁকিতে ঢাকাবাসী

বেড়েই চলেছে হিটওয়েভ, স্ট্রোকের ঝুঁকিতে ঢাকাবাসী

বেড়েই চলেছে হিটওয়েভ, স্ট্রোকের ঝুঁকিতে ঢাকাবাসী

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঢাকায় হিটওয়েভ বা দাবদাহের প্রবণতা বেড়েই চলেছে। আর হিটওয়েভের কারণে বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হওয়াসহ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকি।

সম্প্রতি রেডক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিচালিত এক গবেষণায় এমনটায় দেখা গেছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ফোরকাস্ট বেজড অ্যাকশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: শাজাহান বলেছেন, ঢাকা শহরের তাপমাত্রা বাড়ছে আর সে কারণে কিছু সমস্যাও তৈরি হচ্ছে। বিশেষ করে হিটওয়েভের কারণে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তেমনি মানুষের কর্মসময়কালও কমছে।

দাবদাহকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এ নিয়ে সচেতনতা তৈরি করা দরকার বলেও জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাত অনেকে বেড়ে গেছে এবং একইভাবে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়তির দিকে। সে কারণেই এসব বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার।

গবেষণা রিপোর্টে বলা হয়েছে, দাবদাহের কারণে স্বাস্থ্য সমস্যা বাড়ে। এছাড়াও দাবদাহের সময় মৃত্যু বেড়েছে অন্তত বিশ শতাংশ। আর ডায়রিয়াসহ নানা রোগ ব্যাধির প্রকোপও বেড়ে যায়। বিবিসি বাংলা

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173635/বেড়েই-চলেছে-হিটওয়েভ-স্ট্রোকের-ঝুঁকিতে-ঢাকাবাসী