দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা নাহিদ (৪০)। অপরজনের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার বয়স আনুমানিক ৪০ বছর। এ সময় আহত হয়েছেন ইসলামপুর উপজেলার মাঝপাড়ার বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। এখন তিনি জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা।

তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ট্রেনে ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল / এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175324/দেওয়ানগঞ্জগামী-কমিউটার-ট্রেনে-ডাকাতি-নিহত-২