মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার রাজধানীর বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিছু জায়গায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৩ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা উত্তর যাত্রাবাড়ীর মাদ্রাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া পাইপলাইন বন্ধ থাকায় এই এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174122/মঙ্গলবার-গ্যাস-থাকবে-না-যেসব-এলাকায়