গৃহবধূকে কুপিয়ে হত্যাকারী স্বামী গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
গৃহবধূকে কুপিয়ে হত্যাকারী স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধিরাজধানীর কদমতলীতে শিরিন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল মীর জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে নামের ওই গৃহবধূ খুন হওয়ার কথা জানতে পারেন তারা। পরে তার স্বামীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি বলেন, ‘শিরিনের স্বামী একজন রিকশাচালক। দাম্পত্য কলহের জেরে স্বামী তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিরিনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175843/গৃহবধূকে-কুপিয়ে-হত্যাকারী-স্বামী-গ্রেপ্তার