নিজ বাড়ির সামনেই কৃষককে কুপিয়ে হত্যা

নিজ বাড়ির সামনেই কৃষককে কুপিয়ে হত্যা

নিজ বাড়ির সামনেই কৃষককে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে...

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মালেক গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়াডের দোয়ানী নামক এলাকায় আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে।

লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, আব্দুল মালেক বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসে ছিলেন। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের কারণ জানতে আব্দুল মালেকের পরিবারের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175726/নিজ-বাড়ির-সামনেই-কৃষককে-কুপিয়ে-হত্যা