এবার আফগানিস্তানে আল-কায়দার অস্তিত্ব পেল যুক্তরাষ্ট্র

এবার আফগানিস্তানে আল-কায়দার অস্তিত্ব পেল যুক্তরাষ্ট্র

এবার আফগানিস্তানে আল-কায়দার অস্তিত্ব পেল যুক্তরাষ্ট্র

একটি ভিডিওতে আল-কায়দার নেতা আমিন আল-হককে দেখা গেছে যে তিনি তার জন্মস্থান নাঙ্গারহার প্রদেশে ফিরছেন। তিনি তোরা বোরার যুদ্ধের সময় আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাথে কাজ করেছিলেন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটিতে আল-কায়দা এবং ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী উভয়ের সমর্থকরা নজর রেখেছে বলে বিভিন্ন দেশের গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর ভিওএ

প্রাথমিক রিপোর্টগুলোতে দেখা যায়, সন্ত্রাসীদের মধ্যে কথোপকথন বেড়েছে, তারা আফগানিস্তানে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করছে। 

এ ব্যাপারে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে অনেক জঙ্গিগোষ্ঠীর সদস্য সেখানে যেতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উপপরিচালক ডেভিড কোহেন বলেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তানের ব্যাপারে আল-কায়দার সম্ভাব্য কিছু গতিবিধির ইঙ্গিত দেখতে পাচ্ছি।

তিনি সতর্ক করে বলেন, আল-কায়দা এক বছরেরও কম সময়ের মধ্যে পুনরায় সংগঠিত হতে পারে। আমরা এটির উপর খুব তীক্ষ্ণ নজর রাখছি।

সম্প্রতি অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে আল-কায়দার নেতা আমিন আল-হককে দেখা গেছে যে তিনি তার জন্মস্থান নাঙ্গারহার প্রদেশে ফিরছেন। তিনি তোরা বোরার যুদ্ধের সময় আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাথে কাজ করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আফগানিস্তানমুখী আল-কায়দা সদস্যদের পরিচয় বা তারা কোথা থেকে আসছে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174378/এবার-আফগানিস্তানে-আল-কায়দার-অস্তিত্ব-পেল-যুক্তরাষ্ট্র